ল্যাম্পপোষ্টের ঐ মাথায় বসে থাকা কাক কেও
মাঝে মাঝে আমার থেকে সুখী মনে হয়,
একাকী নিজ খেয়ালে তাকিয়ে নিমেষেই দিচ্ছে উড়াল দূর সীমানায়।
আমি চাইলেও যেতে পারি না কোথাও, তুমি এসে যদি ফিরে যাও।
আমি আছি অপেক্ষায়, হৃদয়ের আর্তনাদ তুমি ওগো শুনতে কি পাও?
ভালবাসা শুধু কাছে নয় বরং হাজার মাইল দুরে ও ঠেলে দেয়,
স্বপ্নেরা আজ দুঃস্বপ্ন, নীলিমার নীল নয়, ধূসর আবছায়া চোখের পাতায়।
খরস্রোতা নদী কি করে মরে যায়, সে আমার অজানা নয়,
একবার হারিয়ে যৌবন, জানি সে কভু মিশবে না মোহনায়।
আমি মরা নদী নই, আমার স্রোত নিয়ে তুমি মিলিয়েছ অসীম্মতায়।
এখন শুধু প্রহর কাটে চার দেয়ালে তোমার খেয়ালে, কি করে তোমায় ছোঁয়া যায়?
জানি এ জীবনে সে আর তো হবার নয়,
ওপারের ঠিকানায় কি আর এমনি যাওয়া যায়?
এমনি নয়, বিশ্বাস করো আমি আছি সেই অপেক্ষায়।