প্রতিদিনের হেঁটে যাওয়া রাস্তাটাও বড্ড বেশি অচেনা
তুমি হীনা এই ব্যস্ত শহরে নামে শ্বশ্নানের নিস্তব্ধতা।

ভালো থাকো ঐ রাতের তাঁরা, ভালো থাকো রূপালি চাঁদ
ভালো থাকো হৃদয়হীনা, ক্ষমা করো আমার যত অপরাধ।

চাইবো না আর অধিকার, বলবো না কোন দিন ভালবাসি
আমি বৃষ্টির আড়ালে লুকিয়ে কান্না, মিথ্যে করেই হাসি।

নরকের আগুনে পুড়ছি আমি, দিলাম বিদায় উড়ে যাও পাখি
সুখের তরে ছিন্ন বাঁধন, সুখে থাকো জনম জনম, হও তুমি সুখি।

আর আমার একলা আকাশ মেঘ কালো সন্ধেবেলার হাসনাহেনা
সুভাস ছুঁয়ে হারিয়ে যাওয়া একলা পথের অনিশ্চিতে, আর কোন দিন ফিরবো না।