আকাশ কাঁদে তাই বৃষ্টি নামে,
পাহাড় কাঁদে বলেই নদী মিশে মোহনায়।
আমার চোখের জলে রক্ত নদী বয়ে যায়।

তোমায় ঘিরে ছিল আমার যত চাওয়া-পাওয়া,
আমার কষ্ট সেতো জীবন থেকে তোমার হারিয়ে যাওয়া।
রঙ্গিন স্বপ্নগুলো সব হয়েছে নীল বেদনায়।

অভিমানী মন আমার চায় আজ মরণ,
তোমার দেয়া আঘাতে হৃদয়ে রক্তক্ষরণ।
ডানা ভাঙ্গা পাখি কি আর আকাশ খুজে পায়।






--০৫/০৮/২০০৮ইং
মোহাম্মাদপুর, ঢাকা।