তোমার দাঁতের উপরে ঐ ছোট্ট করে উঠে গেছে যে দাঁত টা
বিশ্বাস করো, হাজার গুন সৌন্দর্যে মুগ্ধ হয়েছি আমি।
বারবার বারংবার অপলক আমার দৃষ্টি, সরে না যেন কিছুতেই
ক্ষণে ক্ষণে আঁটকায় বেহায়া চোখ, তিলে! যার অবস্থান চিবুকেই।
তোমার চোখের মায়া এমন, হাজার লক্ষ বছরের পরিচয় যেন।
দিকহারা নাবিকের বন্দরে নোঙর করা, মাতাল ঝড় শেষে যেমন।
উদ্বাস্তু এই আমি তোমাতেই পাই যেন সার্বভৌমত্ব, অস্তিত্বও তোমাতেই
আরাধনা তোমারই সর্বক্ষণ হৃদয় জুড়ে, দেবী তুমি মন মন্দিরেই।
সব ফুলে নয়, বুকের রক্ত জবায় করি তোমার পূজা অহর্নিশ
চাইলে তুমি হবো নীলকণ্ঠ, দাও যদি তুমি পেয়ালা ভরে বিষ।
তবুও যদি ভালবাসা পাই, ভালবেসে যাই, ভালবাসার জন্য
অতঃপর তুমি হাসলে, দৃষ্টি জুড়ে তোমার শিমুল ফুল।
প্রায় শুঁকিয়ে যাওয়া বাগানে ফাগুনের ছোঁয়ায় বসন্ত।
যেন জোছনার জল ঝর্ণাধারা অবিরত আঙ্গিনাময়।
মরুময় জীবন চির সবুজের সমারোহ অনন্তকাল ধরে।