প্রেম!
রমনীর খোঁপার ভাঁজে বকুলের মালা, আর রক্ত লাল জবায়।  
উড়ো কেশ, বাসন্তী রঙ শাড়ী, অধরের মৃদু হাসির শুভ্রতায়।
কাটে রাত অথবা দিন প্রতীক্ষায়, এক পলক চোখের মুগ্ধতায়
অহর্নিশ সম্মোহিত প্রেমিক, প্রেমিকার মুখশ্রীর মায়ায়।