ভুলে সবার সকল ব্যস্ততা এসো আজি মিলি ভ্রাতৃত্বের বন্ধনে।
প্রাণের উৎরাইল স্কুল আমাদের দিয়েছিল ভবিষ্যতের বীজ বুনে।
সময়ের সাথে তাল মিলিয়ে ব্যাস্তবতায় চলে গিয়েছি বহুদূরে,
এসেছে ক্ষন হৃদয়ে আয়োজন আবার গাইবো গান একসাথে এক সুরে।
কত স্মৃতি, কত হাসি আর কত দুঃখ ব্যথায় ছিলাম বন্ধুত্বের আহবানে পাশাপাশি,
হাতে হাত কাঁধে কাঁধ, সমস্বরে বলি উৎরাইল স্কুল তোমায় কত ভালবাসি।
শত বাঁধা শত পিছুটান ফেলে পিছনে বুকে ধরে আমাদের উন্নতশির বারংবার,
চল্লিশের ডাকে সাড়া দিয়ে পুনর্মিলনীতে তোমার বুকে ফিরেছি আবার।
হবে দেখা কত কথা, ভাই-বন্ধু সবাইকে পেয়ে পূর্ণ্যতায় ভরবে মন,
আজি করি শপথ, আসে যদি কভু বিপদ, প্রাণের স্কুল তোমার পাশে রবো আজীবন।