বড় বেশী ভালবাসতে নেই।
বুক জুড়ে কষ্টেরা করে আয়োজন, বেশী ভালবাসলেই।
জল নদীর প্রাণ, জলই ভাঙ্গে নদীকে।
ভালবাসি তোমাকে, তাই কাঁদিয়েছ তুমি আমাকে।
জীবন জুড়ে এখন বেদনার ঢেউ,
বড় বেশী ভালবাসতে নেই।
প্রদীপের প্রাণ আলো, আলোই তাকে পোড়ায়।
পুড়ে আমি তোমার প্রেম অনলে, অস্তিত্ব মিলিয়েছে ধোয়ায়।
হৃদয় জমিনে পড়ে আছে বর্ণহীন ছাই।
বড় বেশী ভালবাসতে নেই।
--১৯-১০-২০০৫ইং--