খুব সহজেই বদলায় মানুষের মন
পদ্ম পাতায় শিশির বিন্দু যেমন।
তেমন করে বদলে গেলে তুমি প্রিয়জন।

ফুল ভেবে করেছি ভুল, যে ভুলের হয় না ক্ষমা,
ভালবাসতে গিয়ে তোমায় পেয়েছি বুক ভরা বেদনা।
              এমন-ই ভালবাসা আমার
           অশ্রু জলে ভেসে যায় দু'নয়ন।

হৃদয় বীণায় আজি বিরহের সুর বাজে ক্ষণে ক্ষণে,
ভুলে যাওয়া কি এতই সহজ, শেষ হবে তা মরণে।
            বসে আছি আমি প্রতীক্ষায়
               কখন আসবে মরণ।










                                                  ---১৮-০৩-২০০৫ইং---