নদী সে তো সাগর পানে যায় ছুটে যায়
বসন্তে বাগানে কোকিল গান গেয়ে যায়।
মন আমার শুধু যায় ছুটে তোমার পানে,
তুমি যে কে আমার? জানে অর্ন্তযামি জানে।
আকাশের নীলে নীলে ছড়িয়ে দেব ভালবাসা,
হাত বাড়িয়ে তুমি নিও।
আর কিছু নয় বন্ধু, মনের বিনিময় শুধু মনটা তুমি দিও।
শিশির ছুয়ে শিশিরে ছড়িয়ে দেব হৃদয়ের যত কথা,
যতন করে অনুভবে কুড়িয়ে তুমি নিও।
আর কিছু নয় বন্ধু, তোমার মনের কথা গুলো আমার সাথে বলো।