হে ফাগুনের বাতাস,
আমায় করো না উদাস।
একবার ফাগুনের ডাকে সারা দিয়ে
জীবনে বেদনার ঘনকালো মেঘের ছায়া।
ভেবে ছিলাম ফাগুনের বাতাসে মন উড়িয়ে হারাবো অজানায়
তা আর হলো কই।
ফাগুনের বাতাসে যে চৈত্রের খড়তাপ ছিল
তা আমি দেখতে পাইনি।
ফাগুনের আগুনে পুড়ে মন কালো কয়লা আজ।
ধীরে ধীরে পুড়ে হবে ছাই।
সেই ছাই!
ফাগুনের বাতাসে উড়িয়ে দিবো
জানি নিশ্চয় সে পাবে।