মেঘেরা সব নিয়েছে ছুটি
রাত আজ সেজেছে জোছনায়
ফুল আর কোকিল বেঁধেছে জুটি
গান শোনাবে আজ তোমায়।
শিশির বিন্দুগুলো ঝলমলে আজ
প্রজাপতির পাখায় রংধনুর সাজ
বিহঙ্গ সব বাঁধনহারা
গানে গানে সবাই পাগলপারা
তোমার তরে
"শুভ জন্মদিন'' তোমায় ''শুভ জন্মদিন''