দু'চোখের অশ্রু আমার মিশে যায় মেঘনার কালো জলে
ভালবাসা তোমায়, দিয়েছি কবর হৃদয় অতলে।
       এখন কান্না আমার চির সাথী
      দুঃখ বুকে বেঁচে আছি একাকী।
"আগুন পোড়ালে কিছু থাকে যদিও তা ধূসর বির্বণ ছাই"
তোমার ছলনার আগুনে পুড়ে নিঃস্ব আমি, আর তো কিছু নাই।
     ঝড় হাওয়ায় ভেঙ্গে গেছে হৃদয় আমার
     বুক জুড়ে এখন শুধুই ব্যাথার পাহাড়।











                                              ---সিলেট---
                                            --১৮-০৫-২০০৮ইং






বিঃদ্রঃ - -"আগুন পোড়ালে কিছু থাকে যদিও তা ধূসর বির্বণ ছাই"
এই লাইনটি কবি হেলাল হাফিজ এর "যে জলে আগুন জ্বলে'' কবিতার বই থেকে নেয়া