যদি চাঁদকে বলি ও চাঁদ তুমি আলো দিওনা
হয়তোবা চাঁদ হারাবে আঁধারে
যদি ফুলকে বলি ও ফুল তুমি ফুটোনা
হয়তোবা ফুল লুকাবে মুখ, সবার চোখের আড়ালে।
যদি তোমায় বলি ও প্রিয়া ফিরে এসো আমার জীবনে
তুমি আসবে কি আসবে আবার, ফেলে যাওয়া সেই ভুবনে।
যদি বলো ভুল, বলবো হয়েছে আমার, তোমারও কি হয়নি
জানি পেয়েছো কষ্ট, বলো আমিও কি একটুও পাইনি।
এসো না এসো ফিরে স্বপ্ন সাজাই দু’জনে।
পরাজয় মেনে নয় প্রিয়া, এসো ভালবাসার টানে
জানি ভালবাসো তুমিও আমায়, তোমার জন্য যেমন আমার মনে।
এসো না এসো ফিরে তুমিহীনা আমি কি সুখী আমার ভুবনে।