হয়তোবা আমি পারবোনা গড়তে আরেকটা তাজমহল
জানি আমি দিতে পারবোনা তোমায় কোন স্বর্ণকমল।
যদি চাও চোখের জল, অশ্রু আমার করে তলমল।
চাই তোমারি ছোয়া, চাই না বেদনার নীলাচল।
চাওয়া পাওয়ায় হয়না কখনো হয়না ভালবাসা
ভালবাসা হয় তখনি দু’জনার দু’টি মনে একই আশা।
ভালবাসা পেলে তবেই ফুটে মধুর শতদল।
যদি নীলাকাশে উড়ায় সুখেরও স্বপ্নভেলা
যদি ভালবাস আমায়, জানি আসবে তুমি নই আমি একলা
প্রণয়ের গানে মুখরিত চারিদিক, সুখেরও কোলাহল।