পুরুষ মানে দেবদাস
কেউ পারুকে পেয়ে হারিয়ে,
আবার কেউ পাওয়ার আগেই হারিয়ে।
মনের অজান্তে কেউ কেউ করে
কারো কারো মনের মাঝে বসবাস।
প্রজাপতির পাখার ন্যায় রঙ্গিন সবার মন
সব হারিয়ে একাকী হয় কেউ, বুকে বয় ব্যাথারই প্লাবন।