কাঁদে বৃন্দাবন ওরে মন কাঁদে বৃন্দাবন
মানুষের মনে আজ ভালবাসা প্রয়োজন ।
চক্ষু আছে নাইরে সেই নয়ন
যেই নয়নে থাকে ভালবাসার স্বপ্ন
আমি সেই নয়নেই খুজি সারাক্ষণ
সত্যিকারের ভালবাসায় ভরা যে মন ।
ভালবাসা ভালবাসা ওরে সবই যে মন্দবাসা
সাগরের নোনা জলে মিটে কি জল পিপাসা ।
ভালবাসার তরে সবই যেন মিথ্যে আয়োজন
কাঁদে বৃন্দাবন ওরে মন কাঁদে বৃন্দাবন
এত জল তবুও চাতক জল খায় না
কখন বৃষ্টি হবে তার এই কামনা ।
দিকে দিকে চারিদিকে এত ভালবাসা এই ভালবাসা চাই না
হায়রে দুনিয়া, রাধা কৃষ্ণর প্রেম আর তো দেখি না ।
দু’দিনে শেষ হয় প্রয়োজন
কাঁদে বৃন্দাবন ওরে মন কাঁদে বৃন্দাবন