পারমানবিক বোমার চেয়েও বেশী
         শব্দ করেছিল তোমার ঐ কথাটি ।
                      “না”
          এতো বেশী শব্দ হয়েছিল যে
আমার হৃদয় আঙ্গিনা হিরোশিমা, নাগাসাকি।