রাত যখন নিকষ কালো,
নারকেলের পাতা ছুয়ে শিশির বিন্দু হাসনাহেনার অধর ছুলো
ঠিক তখন আমার চোখের কোণে জমে থাকা অশ্রুর স্রোত,
যাবে সে বেদনার সুমুদ্দুর।
জানি কেউ জেগে নেই।
জেগে আছি আমি, আমার অশ্রু, শিশির বিন্দু,
নারকেল পাতা, হাসনাহেনা, হয়তোবা রাত জাগা পেঁচারা?
ঝিঁঝিঁ পোকার আওয়াজ কানের খুব কাছে
ফিস্ ফিস্ করে জানান দেয় আমায়
আমি কি এখনো হারাই তার ভাবনায়?
দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘশ্বাস, দীর্ঘ নীরবতা,
আর আমার দীর্ঘ পথ চাওয়া, সব তোমার আশায়।
হঠাৎ শিশির বিন্দুর স্পর্শ
হৃদয়ের কোণে তোমার অনুভব।
আমি হারিয়ে যাই, আমি পাগল হই, মন ভরে মুগ্ধতায়
যখন মন ভাবে তুমি ছিলে আমার অস্তিমজ্জায়।
আমি রিক্ত হই, আমি শূণ্য, অশ্রু জলে চোখ করে তলমল
কি বাস্তবতা, এক সাথে চলতে চলতে তুমি আমি সমান্তরাল।
অতঃপর..........................
দীর্ঘ প্রতীক্ষা, দীর্ঘশ্বাস, দীর্ঘ নীরবতা,
আর আমার দীর্ঘ পথ চাওয়া, সব তোমার আশায়।