আজ বহুদিন যাবত
কবিতার খাতাগুলো কি রকম আর্তনাদ করছে
আমার বড় কষ্ট হয়
কিন্তু
কি করার ?
আমার কবিতার ছন্দ হারিয়ে গেছে
এখন কি বল হয় কবিতা ?
এত যত্নে বুকের মাঝে লালন করা
কবিতার ছন্দই যখন হারিয়ে গেছে
তখন কি করে কবিতা লিখব ।
কলম থেমে যেতে চায়,
মন হারিয়ে যেতে চায়,
কি হলো আমার জীবনে ?
ভাঙ্গনের জোয়ার লেগেছে হৃদয় তীরে
আজ আমি বড় একা
তাই এখন আর কবিতা হয় না