রাত জাগা চাঁদ আর দক্ষিণা বাতাস
দাড়িয়ে একা জানালার গ্রিলে, মনটা উদাস।
খুজে ফিরে একাকী মন আমার হারানো সেই ঠিকানা
সেই প্রিয় মুখ, যা এখনো হয়নি অচেনা।
ঘুমহারা পাখিরা বলছে আমায় ডেকে
চোখের কোণে কেন জল, খুজছো তুমি কাকে?
জানেনাতো ওরা, কার কারণে মনেতে খড়া
কে সে? যে মন পোড়ালো, যার কথা মন ভুলেনা।
রাতেরও যে কষ্ট আছে তাইতো সে জাগে
চাইলে কি যায় ভোলা? যে আছে বুকেরই মধ্যভাগে।
ও রূপালী চাঁদ, আর জোছ্না মাখা রাত
বলনা আমায় কোথায় আছে আমার সেই নীল নয়না।