যদি আমার কষ্ট গুলো একসাথে সাজাই
জানি সে হবে না কষ্টের হিমালয়
যদি আমার অশ্রুগুলো বয়ে যেতে দেই
জানি সে মিশবে না সাগর মোহনায়।
কষ্টগুলো অষ্টপ্রহর
থাকবে আমার বুকের ভিতর
অশ্রুগুলো বৃষ্টি হয়ে
ঝড়ে যাবে সকাল দুপুর।