শেষ বিকেলের সোনালী আলোয়
      দেখেছি তোমায়
দাড়িয়ে তুমি আনমনে,
    দুরে আমি দাড়িয়ে।

আনমনা তুমি কি ভাবো
       দুরে তাকিয়ে?
ছন্নছাড়া পাগল আমি, তোমাতে যাই হারিয়ে।

চাঁদের আলো লাগে ভালো,
       তারচেয়ে তুমি
নীলিমার নীল যেমন করে আকাশ চুমী ।