যে হাত আমায় চলতে শিখালো
যে মুখ আমায় বলতে শিখালো
আজ কত দিন কত দিন দেখিনা সে মুখ
আজ কত দিন কত দিন জড়ায় না
সে হাত তার বুকে নিয়ে আমার বুক।
বাবা মনে পড়ে মনে পড়ে তোমায়
আমায় ছেড়ে হঠাৎ তুমি হারালে কোথায়
বাবা তুমি হারালে কোন দুর অজানায়।
বাবা তোমার রক্তের টান প্রতি শিরায় শিরায়
এমন কি আছে বাবা বল, যার বিনিময়ে তোমায় ভুলে থাকা যায়?
জানি যায় না ভোলা তোমায় বাবা, তোমাকে ভোলার নয়।
আধারের মাঝে আলোর স্বপ্ন দেখা, বাবা সেতো তোমার চোখ দিয়ে
বন্ধুর পথ চলেছি অবলীলায়, বাবা তোমার দেয়া সাহস নিয়ে।
এখন আর কেউ দেয়া না প্রেরণা বাবা তোমার মত করে
যতদিন বাঁচবো পৃথিবীতে, থাকবো বাবা তোমার স্মৃতি বুকে ধরে।