যে ভুলেছিল মরণের ব্যাথা
আমার মুখ দেখে
যে হয়েছিলো সুখী
আমার সুখ দেখে।
সে আর কেউ না
মা আমার মা, জনম দুঃখীনী মা
ও মা মাগো দেখি না
কতদিন তোমায় দেখি না।
মরণ তোমায় মাগো করেছে পর
শূন্য করেছে আমার হ্বদয় ঘর।
মাগো মনে পড়ে মনে পড়ে তোমায়
আজো প্রতিরাতে খুজি আমি তারায় তারায়
কারো সাথে হয় কি তোমার তুলনা
“সে আর কেউ না
মা আমার মা, জনম দুঃখীনী মা
ও মা মাগো দেখি না
কতদিন তোমায় দেখি না।”
মাগো মরণ তোমায় নিয়ে গেছে অনেক দুরে
কেউ আর মাগো ডাকে না আমায় তোমার মতো আদর করে।
রাত করে ফিরলে ঘরে
কেউ আর বলে না কোথায় ছিলি মানিক আমার, খোকন আমার ওরে।
তাইতো তুমি হয়েছো জগৎ সেরা।
“সে আর কেউ না
মা আমার মা, জনম দুঃখীনী মা
ও মা মাগো দেখি না
কতদিন তোমায় দেখি না।”