জ্বলে জ্বলে তারা গুলো নীভে নীভে যায়
ঐ দুরে একাকী চাঁদ মিটিমিটি হেসে মুখ লুকায়।
যে মুখের মায়া হৃদয় গহীন সীমানায়,
তাকে কি করে ভুলে থাকা যায়?
চাইলেই কি মেঘলা আকাশ হয়ে যায় জোৎস্নাময়
যদি বলে কেউ ভুলে গেছি, জানি সে মিথ্যে অভিনয়।
ভুলে যাওয়া অত সহজ নয়,
দিনের টানে রাত কি একেবারই হারিয়ে যায়?
আমি কি করে ভুলে যাবো বলো তোমায়।
সত্যি করে বল, তুমি কি ভুলেছ আমায়?
যদি সত্যি ভুলেছ আমায়, কেন আমার চোখে অশ্রু তলমল?
তবে কি তোমারও চোখের কোণে নোনাজল?
কেননা ভালবাসা সেতো দু’জনায়।
আমার কষ্ট পাওয়া, সে নয় কি তোমার পরাজয়।
বৃষ্টিস্নাত ধরণী তখনি, যখন আকাশ হয় মেঘলা।
আমাকে কাঁদিয়ে তুমি, কি করে হবে সুখী একলা।
নীভে যাওয়া তারাগুলো যদি জ্বলতে পারে ফের আবার।
কি এমন ক্ষমতা তোমার, আমাকে ভুলে যাবার।