আমি আকাশ হয়ে ঠায় দাঁড়িয়ে ।
রোদ বলো আর বৃষ্টি বলো,
সবই তোমার হাত ধরে ।
তুমি হাসলে রোদ, বৃষ্টি তুমি কাঁদলে ।
রাতের আকাশে মাঝে মাঝে জোছনা,
আবার মাঝে মাঝে অন্ধকার ।
তবুও আমি নিশ্চুপ, শুধু তোমারি আশায় ।
কারণ তোমাকে আমি চাই ।
রোদে পুড়বো, আবার বৃষ্টিতে ভিজবো,
ক্ষতি কি ?
সবই তোমার দেয়া ।
আর আমি,
চাইও তোমাকে
এবং তোমাকে
অতঃপর তোমাকে
শেষ পর্যন্ত তোমাকেই ।