চাঁদের আলোয় জোছ্না স্নান করা যায়
কিন্ত
পাওয়া যায় না হাতের মুঠোয় ।
তুমি যে চাঁদ বুঝিনি আগে,
তাহলে কি আর ছুতে যাই?
‘চাঁদ’ তুমি দুরে-ই থাকো,
ভালবেসে যাবো তোমায় আমি দুর থেকে-ই ।
না-ই-বা তুমি ভালবাসলে ।
তবুও তো জোছ্না স্নান হবে পূর্ণিমায় ......................