ও মন তুমি ভেসে যাও দুরে পূজার ফুল ভেবে,
দুঃখ নিয়ে বুকের ভেতর।
ও মন তুমি ভুলে যাও ভালবেসে ছিলে কখনো
সুখের আশায় থাকতে বিভর।
চাইলেই কি হয় পূরণ সবার জীবনে সব চাওয়া?
হাত বাড়ালেই কি যায় হাতের মুঠোয় আকাশটাকে পাওয়া?
ফুলতো অনেক ফুটে পায় কি সবাই দেবতার চরণ?
ও মন ভেবে ভেবে দুঃখ ভোলো, ক্ষতি কি যদি ভালবেসে হয় মরণ