আবারো ফিরে চাইলাম তোমাকে
যেমন করে আগে ছিলে আমার।
মরা গাঙ্গে বান ডাকে যদি আবার,
স্বাদ জাগে ঐ বুকে উষ্ণতায় হারাবার।
ভুলে! ভাঙ্গে বন্ধন বাড়ে দুরত্ব পুড়ে মন,
উত্তর মেরু দক্ষিণ মেরু তুমি-আমি
মধ্যে সুযোগ খুঁজে অন্যজন।
ভুলে যাও ভুল, হাতে নিয়ে ফুল আছি অপেক্ষায়
দিবস করে সারা, পাখির ঘরে ফেরা ক্লান্তি নিয়ে সন্ধ্যায়।
বুক চিরে দেখো তুমি তোমার জায়গা আছে কোথায়।
অন্ধ আমি যদিও আঁখি বিদ্যমান, বারবার আঁধারেই হারায়।
ফিরে এসো, মনের বসত ভিটা শুধু তুমিময়, এই আঙিনায়
তোমার স্নিগ্ধতায় শীতল হবে চারিধার, কেবলই প্রহর বয়ে যায়।
নীড়ে ফিরেছে পাখিরা, জোয়ারে যৌবনা নদী, শুধু অপেক্ষা বাড়ে আমার,
পাহাড়ের কান্না নদী হয়ে মিশেছে সাগরে, আর একটি বার দাও ছোঁয়ার অধিকার।
জানি হারিয়েছি, অযত্নে আর দিন দিন অবহেলায়, মিথ্যে মায়ায়।
ভেসে যায় অশ্রু স্রোতে ভালবাসা, দুঃখ হয় স্থায়ী হৃদয় ঘর চিলেকোঠায়।
তবুও ফিরে চাই এই বিশ্বাসে, জানি ভালবাস তুমি আমায় এখনো।
পরাজিত আমি! আমার মন অপরাধী, ভালবাসার পরাজয় হয়েছে কি কখনো?
না, সেই ভালবাসার দাবি নিয়ে তোমার মনের রাজপথে আমার অনশন অবিরত।
হবো আত্মঘাতী প্রেম সমরে দাবি আদায়ে, চাই সত্যি তোমায় তাতে হই যদি প্রমানিত।
ওগো হও কুসুম কমল হৃদয়ে দাও সাড়া,
আমি তো নই বেগানা তোমার অন্দরমহলে।
ভুল তো মানুষেই করে আমিও মানুষ,
ব্যথার অনলে পুড়ে অঙ্গার, প্রায়শ্চিত্ত অশ্রু জলে।
ভালবাসার টানে ভালবাসা, ভুলে যাও আমার সহস্র ভুল,
ফুটুক প্রেমের শতদল, আসুক বসন্ত, আমি হই শুধু তোমাতেই মশগুল।