সব আলোই কি আঁধার ঠেলে আনে দিন?
কিছু আলো পুড়িয়ে দেয় সব নিমিষেই অন্তহীন,
যে আলো সহসাই ভেদ করে আতশী কাঁচ।
যে হৃদয় ভালোবাসে, সে কি করে সয় অনলের আঁচ?
পাহাড়ের বেসাতি বড্ড বেহিসেবী,
আঘাতের বিনিময়ে অশ্রু বেঁচে।
আগুন আবার বিপরীত,
সব রঙ কিনে নেয় ধূসরতার দামে।
ভালোবেসে যে সব উজাড় করে দেয় সে পাহাড় হয়,
সবাই কিন্তু পাহাড় হতে পারে না, কেউ কেউ আগুনও হয়!!