আচ্ছা!
চাইলেই কি কাউকে ভুলে থাকা যায় খুব সহজে?
এতােই সহজ?
তাহলে রােজ যে আমার ভিতরের নদীটা প্লাবিত হয়
জোয়ার-ভাটা'র ন্যায় তােমার নামের অশ্রু ধারায়।
প্রবাহিত রক্ত কণার মতন যে মিশে যায় শিরা উপশিরায়
সময়ের ব্যবধানে বদলে যায় চিত্রনাট্য,
  আসলেই কি তাকে ভুলে যাওয়া যায়???

তুমি ভুলে গেছে আমায়!! মিথ্যে সব মিথ্যে
চোখের পলকে পলকে দেখতে চাওয়া এই আমি, কি করে
একুশ বছর পেরিয়েও একটি বারও হয়নি মুখােমুখি???
কারণ, এই আমি প্রতিটি প্রহর তােমার মনের ভিতর।
যদি তুমি ভুলেই যেতে, ভুল করে হলেও কতবার ছুঁয়ে যেতো
তােমার চুলের পরিচিত সে সৌরভ, আমার নাকের গভীরে।
আমি ভুলিনি, আমার প্রতিটি ক্ষণ অক্সিজেন নেয়ার মত
তােমার নাম আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে, তবে আমি উন্মাদ নই।
কারণ আমি ভুলতে পারিনি সে নাম, যে নামে কাটে আমার অষ্ট প্রহর।
উন্মাদ কখনাে প্রেমিক নয়, প্রেমিক পাগল হয় তার নামে
উন্মাদ ভুলে যায় সবই, আমি আজও প্রেমিক তোমার প্রেমে।
তুমি মিথ্যে ভুলে থাকায় অভিনয় করে যাও, হৃদয় জুড়ে আমার অবস্থান
আমি পাগল প্রেমিক তোমার নামে এপার-ওপার দুই পারে-ই।