কবিতার খাতায় তুমি অপরূপা, মায়াবিনী।
আসলেই কি তোমাকে সে ভাবে পাই?
তুমি তো অতি সাধারণ নন্দিনী।
নন্দিনী! সেটাও ভালবেসে ডাকি তাই।
কি করে তুমি জোছনা রাতের অপ্শরা?
হাত বাড়ালেই তোমাকে যে পাই।
ও সব কল্পনায় অথবা উপমায়,
ভালবাসি তাই বলতে হয়।
কেউ-ই অতি মানব-মানবী না, সবই সাধারণ।
ভালবাসার চোখে সব বদলে যায়, ওখানেই অসাধারণ।
পূর্ণিমার শশী, মেঘকালো কেশ, পটলচেড়া চোখ,
ভালবাসার চোখে ও গেলো সাজাই।
সাধারণকে নিজের বলে অসাধারণ করে চাই।
তখন তুমি হয়ে উঠো অপরূপা, অতুলনীয় বিশ্ব সংসারে।
ভালবাসা অমূল্য! নিজ মহিমায় কি না করতে পারে।
আমিও অতিসাধারণ, ভালবাসো তাই অনেকের মাঝে আমি এক।
ভালবাসার আগে অসাধারণ কি ছিলাম? দেখেছে কি তোমার চোখ।