নিঃসঙ্গতা অমাবস্যা রাতে আঁধারের মতো একা,
নিজের নিশ্বাসের শব্দ ব্যতিত বিরাণ বাকিটা।
ব্যথা গুলো নক্ষত্র পতনের মতন যায় না দেখা,
চোখের কোণে জমা থাকা শিশির কণা জানান দেয় গভীরতা।
মৃত্যু যখন বেঁচে থাকার চেয়েও শ্রেয় মনে হয়,
তখন কেবলই অপেক্ষা আর অপেক্ষা -
দীর্ঘ ক্লান্তির পর অনন্ত ঘুম আর ক্ষমা পাওয়ার।
ছাতিমের সৌরভ অমাবস্যা রাতে মৃত্যুর ঘ্রাণ মনে হয়,
দক্ষিণের বারান্দা ছুঁয়ে শীতল স্নিগ্ধ সমীরণ বুক স্পর্শ করে প্রায়ই-
চৌকাঠে দেয়া খিল, কেউ একজন এসে ফিরে যায় বারংবার।।
অনিষ্ট যায় কি চাওয়া প্রার্থনায়? তবে ফেরত দিতাম আয়ু
পরিত্যক্ত বাড়ির দেয়াল জুড়ে পৌরাণিক শ্যাওলা-
ফিরে গেছে শেষ ট্রেনটাও, পড়ে থাকে শুধু সেই নিঃসঙ্গতা আর অন্ধকার।।।