ছেড়েই যদি যাবি পাখি, তবে কেন এই নীড় গড়া?
ভালোই তো ছিলাম একা আমি বাঁধনহারা ছন্নছাড়া।
পথের মাঝে ছাড়লি হাত, এই বুঝি তোর ভালবাসা।
চাইনি আমি মায়ার বাঁধন, ধূসর চোখে রঙ্গিন স্বপন।
প্রেম অনলে পুড়েছে মন, অহর্নিশ হচ্ছে সেথা রক্ত ক্ষরণ।
তোর ডানা তেই হারিয়ে গেছে আমার সকল ইচ্ছে আশা।
ভাবিনি কারো আপন হবো, স্বপ্ন লোকে উড়াল দিবো।
চলে যাওয়া দিন আর কি পাবো, অদৃশ্য লোকে হারিয়ে যাবো।
বৃষ্টি নিয়ে তুই অন্য বুকে, চাতক আমার বক্ষ জুড়ে কি পিপাসা।