তবুও মানুষ একা রয়ে যায় নক্ষত্রের মতো,
সন্ধ্যার ধূসর আলোয় অচেনা হয় চেনা পথ যতো।
পাশাপাশি মনে হলেও যোজন যোজন দূর,
ফিরে গেছে জলপাই রঙের বিকেল, অভিমানী সুর।
চলে যাওয়া মানুষ বহতা নদীর মতন, ফিরে না আর
নিঃশব্দে প্রবাহিত স্রোত ব্যথা দের প্লাবিত করে বুকের ভিতর।
ভাঙা মাস্তুল আর ছেঁড়া পালে কেবলই দীর্ঘ হয় অপেক্ষা,
নদীর দুই পাড় বড্ড অভিমানী, দু'জনায় কবে হয়েছে দেখা?
অভিমান চাঁদ মুখ লুকায় আঁধারের প্লাবনে ডুবে রাত,
মেঘের ছোঁয়ায় কাঁদে পাহাড় চিবুক জুড়ে জলপ্রপাত।
ছেড়ে গেলে শেষ ট্রেনটা ফুরায় সকল বেসাতি, এবার ফেরার পালা
হিমশীতল স্পর্শ অপেক্ষায়, যেতেই হবে স্বীকার করে যে আসা।