পঞ্চমীর চাঁদ সেও ফিরেছে আবার, যে ডুবেছিল গত আমাবস্যায়,
কি অভিমানে গেছো দুর সীমায়, আর ফিরলে না আগের ঠিকানায়?
বর্ষার মেঘলা আকাশ, এই শরতে সাদা নীলের মাখামাখি।
তুমিহীনা বিবর্ণ আমি সাদাকালো, তোমার ফেরার পথে আজও চোখ রাখি।
পাহাড়ের অশ্রু কান্নায় ঝর্ণা, নদী হয়ে মিশে ঐ সাগরে,
মেঘ হয়ে আবার আছড়ে পড়ে তার বুকে আহা! কি আদরে।
আমার চেখের জল নোনা, শুকায় সে আমার চিবুকে,
তবে কি তোমার প্রয়োজনে কাছে আসা? পাইনি কখনো এ বুকে।
এই আমার আমিকে ধরে নিলাম মরা কোন এক নদী,
যে স্রোত গেছে চলে, না আসুক, থাকুক বিবর্ণ আমার একলা পৃথিবী।