মনে পড়ে মনে পড়ে আজ বারেবার মনে পড়ে ভীষণ ভাবে,
মনে পড়ে চাওয়া পাওয়ায় অথবা মনে পড়ে অভাবে স্বভাবে।  
মনে পরে জোৎস্না রাতে এক সাথে জোৎস্না স্নান জোছনার জলে,
মনে পড়ে অনেক চাওয়ায় রাজপথে দাবি আদায়ের মিছিলে।

মনে পড়ে বাসন্তী রঙের শাড়ীতে, বকুলের মালা খোঁপায় পহেলা ফাগুনে,
মনে পড়ে মায়া ভরা অধরের হাসি আর ঠোট রাঙানো আগুনে।
মনে পড়ে ভালো লাগায় আর ভালবাসায় শালুক বিলে ছুটে চলা ,
মনে পড়ে তাকিয়ে ও চোখে লাইনের পর লাইন নিঃশব্দে কথা বলা।

মনে পড়ে তুমি আমি আর আমাদের ভালবাসা সাজানো স্বপ্নেরা রঙ্গিন,
মনে পড়ে তোমার চোখে পড়লে চোখ মুগ্ধতায় চেয়ে অপলক, গড়তাম বাসর প্রতিদিন।
মনে পড়ে কান্না কিংবা হাসি তুমি আমি বরাবর ছিলাম পাশাপাশি,
মনে পড়ে শরতের সাদা মেঘ, নীলিমার নীল আর দু'জনায় ভাল বাসাবাসি।

মনে পড়ে হেমন্ত বা শীতে উষ্ণতার ছোয়া তোমার বুকে পরম সুখে,
মনে পড়ে ভীষণ ব্যথায় চিৎকারে, ভাল আর বাসি না বলেছিলে তুমি মুখে।
মনে পড়ে কেবলই রাত হয়ে যায় এখন, নামে অন্ধকার, জোনাক জ্বলে।
মনে পড়ে ঘৃণা অথবা ভালবাসায়, কারণ একদা সত্যি ভালবেসেছিলাম বলে।

মনে পড়ে অথবা মনে পড়ুক,ইচ্ছে বা অনিচ্ছায়
ছলনার ভালবাসা তোমার, সে কারণেই বেঁচে থাকা আর ভুলে থাকা যায়।


আর তুমি সুখে কিংবা বেঁচে আছো আমার দীর্ঘশ্বাসে......