ভুলে গেছি আমি কেউ ছিল আমার তুমি নামের মায়া
আমি কেবলই একা, কৃষ্ণপক্ষ স্থায়ী নাই কোন ছায়া।
হারিয়েছে সকলই,
যা ছিল না আমার কোন দিনই।
আমার চারিপাশ তুমিহীনা সবই বিদ্যমান
আঙ্গিনা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে শত সহস্র অভিমান।
তোমাতে আর হারায় না মন, যা ছিল শুধু তোমাতেই বিভোর
ঐ সমুদ্র একা, আকাশ কিংবা পাহাড় আর এই আমি আমার।
একা একাই ভালো, দুঃখ অথবা হাসি নিজেরই সবটা যা কিছু
কাউকে আর করতে হয় না দোষী,
শুধুই স্রোতে ভাসা টান নেই পিছু।
তুমিও ভুলে গেছো আমি নামের এই আমারে,
না হলে কি সাধ্য আমার? ভুলে যাই তোমারে।
যার জন্য আমার শত চাওয়া-পাওয়ার বিসর্জন,
আমার ঘর আঁধার করে, তার আলোর অন্বেষণ।
ভালো নেই আমার আকাশ অথবা দূরের ঐ চাঁদ,
রাজ বন্দী হৃদয় আমার, শুধুই প্রেমের অপরাধ।