আমার নতুন করে আর কিছুই হারানোর নেই
সবচেয়ে দামি বুকের পাজর, যা দিয়েছিলাম তোমাকেই।
এখন রিক্ততায় বসবাস
তবে কি তুমি আমার শেষ সর্বনাশ?
আগুন পোড়ায়, নদী ভাঙে, দুই-ই আমার পৃথিবী
আমি ভেঙে হই চুরমার, আগুনে ছারখার ছাই, নিরবধি।
বিবর্ণ ছাই দিলাম ভাসিয়ে কষ্ট নদীর নীল জলে
বেদনায় পরিপূর্ণ হৃদয় পদ্ম পুকুর, ফুটুক ব্যথার শতদল।
আর.....অপূর্ণতায় হোক আমার শেষ