কি লাভ বলো, দু'জনায় অভিমানের দেয়াল তুলে?
সমান কষ্ট স্পষ্ট দু'জনার আঁখি জলে।
না হয় ছিল ভুল আমারই, তুমি কি কিছুই করোনি?
ধরে নিলাম আমারই বাড়াবাড়ি, তুমি কি শুধুই অভিমানী?
এক সাথে চলতে গেলে, দু'জনে কথা বলতে গেলে,
হয়ে যায় কিছু ভুল হয়ে যায়, ধরলে কি সব জীবন চলে।
তারপরেও তো জীবন চলে সব কিছুই চলেই যায়
জানি আমি, জানো তুমি সবই থাকে সত্যি প্রেম ভালবাসায়।
এসো সব ভুলে শুধু ভালবাসি, অভিমানটাকে আড়ালে রাখি।
ভালবেসে বাসর সাজাই, স্বর্গ দেখো আমার চোখে দিয়ে তোমার আঁখি।