গোধূলির অস্তমিত সূর্যের হাত ধরে,
নিজের অস্তিত্ব বিসর্জন দিয়ে,
প্রতিদিন মরণ হয় ক্ষয়ে যাওয়া কতশত হৃদয়ের।
হৃদয়ের দাবি, হরহামেশাই উপেক্ষিত হৃদয়ের লেনদেনে,
তবুও হৃদয় স্রোত খুঁজে মোহনার মোহে।
সব নদী কি মিশে সমুদ্রে?
আমি দেখেছি, কত মরা নদী কাঁদে অনাদরে।
চাঁদের আলো বুকে ধারণ করে,
কল কল স্বরে ঢেউ তুলে ভাদ্র মাসের জল।
সেই চাঁদে আগুন দেখে পোড়া চোখ,
যে চোখের জল মরা নদীতে বন্দী।
সে চোখে ধীরে ধীরে অস্তিত্ব জানান দিবে অচেনা শ্যাওলা