আমার এ মন আজও হায় নিরালায় তোমারি আশায়
কুল ভাঙ্গা মাঝি কুল ফিরে পায়
কেঁদে কেঁদে দু’চোখ নদী আমার, নাই তুমি দৃষ্টির সীমানায় ।
ভালবেসে হায় সবাই তো সুখী হয়,
আর আমি, দুঃখ নদী বুকে নিয়ে ভেসে চলি দুর অজানায় ।
হিমালয় সমান ব্যথা মম হৃদয় আঙ্গিনায়
ভেঙ্গে গেছে মন আমার না পাওয়ার বেদনায় ।
সুখের আশা ভুল হায়
মিথ্যে প্রেমের ফুল অকারণেই ঝরে যায় ।
জানি একদিন প্রদীপ জ্বলবে আমার ঘরে
সেদিন কি আর আমি থাকব ভালবাসার তরে ?
চলে যাবো পৃথিবীর মায়া ছেড়ে
কে তুমি ? কি আমার, দেখবো না চেয়ে ।
হয়তো বা তুমি আসবে ফুল হাতে
বলবে মন, হয়েছিলে কি চাঁদ আঁধার রাতে ?
জানি ঝরবে অশ্রু ভাসবে দু’নয়ন জলে
দুই দিকে দু’টি মন তাকে কি আর ভালবাসা বলে?
তবুও তোমারি আশায় আছি মরণেরও পরে
যদি ভুল ভাঙ্গে, মায়া লাগে অন্তরে ।