এই শবযাত্রার মিছিলে
বেঁচে আছি, এটাই বড় কথা
কি সুখে? কি অসুখে।
বরাবর ঔ মায়া ভরা মুখটা
ঝাপসা করে চোখের পাতা।
অশ্রু স্রোত অতিক্রম করে চিবুক হরহামেশাই।
মনে পড়ে যায়, সকলের রোদ্দুরে
ভিজে চুলে চায়ের কাপ হাতে, শিউরে অপেক্ষায়।
দুপুরের অলস ভাতঘুমে বুকের পরে আলতো উষ্ণতা,
বিকেল গড়িয়ে ব্যালকুনি জুড়ে কফির মগে দিনের পূর্ণতা।
রাতের নিয়ন আলোয় জড়িয় ভালবাসার চাদরে
কেটেছে প্রহর কত প্রেম আর গভীর আদরে।
সময়ের ব্যবধানে আজ বড্ড বেশি একা
চেনা এ শহরে এখন শ্মশানের নিরবতা।
থমকে গেছে সব চার দেয়ালের একা কামরায়
আশা রাখি আবার হাঁটবো জোছনা ছুঁয়ে,
যদি বেঁচে যাই এই যাত্রায়।