গোধূলি বেলায় শালিক দ্বয়ের নীড়ে ফেরা দেখে
আহ্লাদে আটখান হয়ে উঠা তোমার মন,
আমার কাঁধ স্পর্শে তোমার মাথা,
আমার হাত নিজের হাতে ভিতর চেপে ধরে
তোমার উচ্চারিত প্রতি শব্দ-ই
আজও আমার কানের খুব গভীরে স্পষ্ট।
আমি এখনো গোধূলি বেলায় দাঁড়াই -
বাড়ির পশ্চিম কোন ধরে, শালিক আজও জোড়ায় ফিরে।
শুধু তোমার মাথা আমার কাঁধ আর স্পর্শ করে না,
ছুঁয়ে যায় না তোমার সেই হাত পরম আদরে আমায়।
বাতাস ছুঁয়ে যায় শুধু অক্সিজেনের নিমিত্তে,
তোমার খোঁপায় গোঁজা বেলী কিংবা শিউলি'র
গন্ধে মুগ্ধ হই না বহুকাল ধরে,
আমার একলা আকাশ যবে থেকে।
শিমুল তুলার মতন মেঘ নেই, সবই ধূসর বিবর্ণ ছাই
নীল এখন বেদনায় অন্ধকারের মত কালো কুচকুচে।
চাঁদ দেখি হরহামেশাই, উঁকি দেয় দখিনের জানালায়,
আলো কম তাই দেখা। প্রেম খুঁজি না আর জোছনা জলের ছোঁয়ায়
শালিক জোড়া থেকে জোড়া হয়, সকাল পেরিয়ে রোজ গোধূলি
কত শিউলি কত বেলীফুল নতুন শাখায়, শুধু আমায় মুগ্ধ করেনি।
ও শালিক তোমরা সুখে থাকো জনম জনম,
আর আমি দীর্ঘশ্বাসে অপেক্ষায় বেলী কিংবা শিউলি ফুলের গন্ধের...........
অতপর সব প্লাবিত অদৃশ্যের চিরন্তন মায়ায়।