আদিমতা পড়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে, ক্লান্ত বিছানা জুড়ে!
জোছনা'রা আসে জোয়ারের মতন আবার আমাবস্যায় হারায়,
কত প্রহর দেখেনি সেই আলো, আঁহার খোঁজা ধূসর চোখ।
শরীরের ভর যখন পৃথিবীর ভর অতিক্রম প্রতি নিয়ত,
তখন বেঁচে থাকাটাই জরুরি হয়ে উঠে অনেক কিছু ছাপিয়ে।
চাঁদ কি কাঁদে? জানি না,
তবে আকাশের কথা বলতে পারি অনায়াসে, বৃষ্টি দেখে।
নদী কি কাঁদে? না নদী কাঁদে না,
সে ভার বয়ে চলে পাহাড়ের, যার জন্ম পাহাড়ের অশ্রুতেই।
যে ব্যথার উপশম নাই,
তবে সে ব্যথার কান্না'রা জমা থাক-
অনাগত কোন অবহেলার জন্য।
জানি শতসহস্র কষ্ট দিয়েছি, নোনা জল এড়িয়েছি অবলীলায়,
সুখের প্রহর আনতে পারিনি, চেষ্টা ছিলো আজন্ম
তবে, বিধিলিপি আর সুখের গতিপথ বরাবরই বিপরীত জীবনের বিষুবরেখায়.....