আবার কেন? জ্বালিয়ে দিলে দখিনা হাওয়া।
ব্যথার যে আগুন লুকিয়েছিলাম এতোদিন বুকের কোণে, এ আগুন যে তার দেয়া।
ধিকি ধিকি জ্বলছিল তা খুব গোপনে আমর মনে মনে,
মাতাল হাওয়া কেন তুমি দিলে সবার সামনে এনে?
চাইলেই কি মুছে দেয়া যায় হৃদয়ে থাকা সকল মায়া।
চাইনি আমি, কেউ জানুক পুড়ছি আমি সে-ই কারণ,
পরাজিত হয়তোবা আমি ও সে, ভালবাসার হয় কি মরণ?
রাতের টানে সূর্য হারায়, চাঁদে রেখে যায় তার ছায়া।