তাঁরে ভুলে যেতে পারলে ভালোই হতো
বৃষ্টি'রা নামতো মেঘের ছোঁয়ায়।
আমার চোখের অশ্রুরা ছুটি পেতো,
ঝড়তো না আর জল অহর্নিশ তাঁর-ই ভাবনায়।
পাখি উড়ে যায় বিশ্বাস তার ডানায় আকাশ ছুঁবে,
মন ভাঙ্গার খেলায় সুখী, হয়েছে কে কবে?
সাগরের ঢেউ কাছে টানে প্রচণ্ডতায়, ভাসাবে বলে?
না না ভাসাতে নয়, এতো আয়োজন ডুবাতে তার গভীর জলে।
তুমিও কি তা-ই! আঁধারের মতন একলা আমি পাহাড় কিংবা মরুভূমি,
ভিজিয়েছ কখনো বরষায়, কখনো পুড়িয়েছ দাবানলে সূর্য চুমি।
ভুলে গেছি চাঁদ! হাতে রেখে হাত, গোধূলি বিকেল
ভুলে গেছি রাত! শিশিরে প্রভাত, কত শত গাঁঙচিল
ভুলে গেছি ফাগুন! ঠোঁটেতে আগুন, গোলাপের ফুল
ভুলে গেছি গান! কত মান-অভিমান, মেঘ কালো চুল
ভুলে গেছি নদী! বয়ে চলে নিরবধি, মিলনে মোহনায়
ভুলে গেছি আকাশ! আমার সর্বনাশ, প্রেম প্রেম খেলায়
ভুলে গেছি কান্না! অশ্রু হীরা-চুনি-পান্না, চিবুক শুকায়
ভুলে গেছি ডাহুক! ভয় জাগায় কুহক, ঘোর আমাবস্যায়
ভুলে গেছি সব-ই! প্রিয় মুখ ছবি, যা কিছু স্মৃতি
শুধু আজও হয়নি ভোলা, সেই মুখখানি প্রাণের চেয়ে দামি
আজও আমি হায়! কার অপেক্ষায়?
যে গেছে হারিয়ে, সীমানা ছাড়িয়ে, কোথায়?
সবই ভুলেছি স্মৃতিভ্রষ্টের ন্যায়
ছায়ার মতন সে রয়ে গেছে অস্থি মজ্জায়।