পাহাড়ের কান্না আর আমার অশ্রু ধারার ভিন্নতা শুধু এই,
ওর কান্নায় বহতা নদী, আমার অশ্রু স্রোত শেষ চিবুকেই।
তোমার আর মেঘের কি অদ্ভুত মিল দেখ,
আঘাতের পরে আঘাতে দু'জনেই আমরা ক্ষত বিক্ষত।
পাহাড় অনেকটাই পয়মন্ত, মেঘ ফিরে বারবার তার তরে
হোক না তা আঘাত দিয়ে।
তোমার সেই চলে যাওয়া, হাজার প্রহর হয়েছে গত
ফিরলে না আজও কোন কিছুর বিনিময়ে।
এই জায়গায় আমি পরাজিত, হৃদয়ের দাবি নিয়ে
হৃদয়হীনা তুমি এখন অন্য তেপান্তর, গিয়েছে হারিয়ে।
ভরা জোছনায় এখন আর চাঁদ দেখি না, কেবলই অন্ধকার
চিৎকার করে কাঁদলেও অশ্রুহীন চোখ, বুক পাঁজরে শুধু হাহাকার।
হাহাকারে অঙ্গার হৃদয় ভূমি, থেকে থেকে শুকায় চোখের জল
হে পাহাড় নদী বুকে বয়ে যাও সুখ মোহনায়,
আমার মতন নেই তোমার বুকে অনল।
আমি একা পুড়ি সে আগুনে
অনন্তকাল ধরে ভালবাসার অপরাধে।
হোক আমার মৃত্যুদন্ড হৃদয় হত্যার দায়ে .......