তুমি আঁচলে লুকিয়ে ঐ মুখ কার জন্য কাঁদো
যে চাঁদ হারিয়েছিলো আমাবস্যায়, জোছনায় ভাসিয়েছে আকাশ সে আবারও।
তোমার চোখের নোনাজল হয় যদি প্রিয়তমা আমারই জন্য
বিধাতা স্বাক্ষী বলছি আমি, সাহারা মরু ভালবাসায় হবে সবুজ অরণ্য।
তুমি নদী হয়ে প্রবাহিত হও, সাগর আমি আলিঙ্গনের প্রতীক্ষায় মোহনায়।
তুমি দুঃখ ভুলে যাও বন্ধু, ভেবোনা আর মুছে দেবো অশ্রু ঠোঁটের উষ্ণতায়।