মনে আমার ব্যথার সুমদ্র
আমি সেই সুমদ্রে দুঃখের সওদাগর।
সুখের বিনিময়ে কষ্ট কিনি, কষ্ট নিয়েই রাত্রি দিন
আমার আমি হারিয়েছি নোনা জলে, বেদনায় হই বিলীন।

যে তোমাকে করে আশ্রয় দিয়েছিলাম পাড়ি,
জানি না কি ভুলে, ফেলে অথৈ সাগরে  গেলে তুমি ছাড়ি?

দুঃখ নেই, ব্যথার বিনিময়ে হয়েছো কি সুখি ?
ভালই হয়েছে, সুখ-দুঃখের ভাগাভাগি নেই,
দুঃখের সওদাগর দুঃখ নিয়েই থাকি।






-----------------------------------------------------------------
--২৬/০৮/২০১৮ ইং--
   কোনাবাড়ি, গাজীপুর